ঢাকাThursday , 15 April 2021
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড-JN7

shomrat hossain
April 15, 2021 7:28 pm
Link Copied!

মো: সাজ্জাত হোসেন,(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পৌর এলাকাসহ তুমলিয়া ও নাগরী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবর (১৫ই এপ্রিল) কালীগঞ্জে সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকাসহ তুমলিয়া ও নাগরী ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিবলী সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, চলমান লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে অযথা বাহিরে ঘুরাফেরা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও মাস্ক না পড়ার অপরাধে ৩ জন ব্যক্তি ও ৩ দোকানিকে অর্থদণ্ড প্রদান করেছেন।

ভ্রাম্যমাণ আদালত উপজেলা থেকে শুরু করে কালীগঞ্জ পৌর বাজার, গুদারাঘাট ও তুমলিয়া ইউপির বোয়ালী, মিশন এবং নাগরী ইউপির নাগরী বাজার, উলুখোলা বাজার, উলুখোলা বাইপাস মোড়, পানজোড়া বিএনপি মোড় হয়ে কাপাসিয়া মোড় পর্যন্ত পরিচালিত হয়েছে। এ সময় কালীগঞ্জ পৌর বাজারে ভোক্তা অধিকার আইনে এক দোকানিকে ২শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তুমলিয়ার বোয়ালী ও মিশন এলাকায় মাস্ক না পড়ে দোকান খোলা রাখায় দুই দোকানিকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩ জনের কাছ থেকে আরো ২২শত টাকা আর্থিক জরিমানা আদায় করেছেন।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার।