ঢাকাSunday , 6 December 2020
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাগাছ উদ্ধার – JN7

NAYAN AHMMED
December 6, 2020 3:50 pm
Link Copied!

এম.এ.আর নয়ন / সম্রাট হোসেন:


চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৬ই ডিসেম্বর) বিকাল ৪টার সময় উপজেলার আমিরপুর গ্রামের শেষপাড়া থেকে গাঁজাগাছটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনার জন্য দায়ী আসামিকে আটক করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে রবিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার আমিরপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল বাবু (৪০) এর বসতবাড়ির নিকট অবস্থিত তার মালিকানাধীন পানবরজে অভিযান চালিয়ে ১৫ ফুট উচ্চতার প্রাপ্তবয়স্ক ১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইব্রাহিম খলিল বাবুকে পলাতক আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।