ঢাকাThursday , 26 January 2023
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

জীবননগর সীমান্তে হুন্ডির ১৩ লাখ টাকাসহ বিজিবির হাতে আটক ১

এম.এ.আর.নয়ন
January 26, 2023 7:55 pm
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে হুন্ডির ১৩ লাখ টাকাসহ রাজন আহাম্মদ (২৬) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রাজন আহাম্মদ জীবননগর থানাধীন মাধবখালী গ্রামের আব্বাস আলী মণ্ডলের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক মাসুদ পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত মাধবখালী বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ নামে একজন চোরাকারবারি ভারতীয় নাগরিকের নিকট হতে নগদ বাংলাদেশী টাকা (হুন্ডি) গ্রহণ করে বাংলাদেশে আসবে। এ সংবাদ পেয়ে টহল দল দ্রুত সীমান্তের শূন্য লাইনে ওৎ পেতে থাকে এবং বর্ণিত ব্যক্তি সীমান্ত পিলার ৭৫-৩এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভিতর প্রবেশ করলে তাকে ধরার জন্য ধাওয়া করে। এসময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে পিছু ধাওয়া করে সীমান্তবর্তী একটি জমি হতে আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে লুকানো অবস্থায় হুন্ডির বাংলাদেশী নগদ ১৩ লক্ষ টাকা পাওয়া যায়। প্রাপ্ত টাকার উৎস সম্পর্কে তার নিকট জানতে চাইলে সে জানায় এই টাকা ভারতীয় একজন নাগরিক সীমান্তের শুন্য রেখায় তার নিকট হস্তান্তর করেছে বাংলাদেশের জীবননগরে পৌঁছে দেওয়ার জন্য। জব্দকৃত হুন্ডির টাকাসহ আটককৃত রাজন আহাম্মদকে জীবননগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।