ঢাকাSunday , 11 October 2020
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

টেকনাফে বিজিবি’র অভিযানে ২ লক্ষ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

NAYAN AHMMED
October 11, 2020 8:51 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ লক্ষ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার (১০ই অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশ সীমান্তের নাফ নদীতে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৭৮ লক্ষ টাকা।
বিজিবি জানায়, মিয়ানমার হতে নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্ত দমদমিয়া বিওপি’র টহলদল শনিবার সন্ধ্যায় নাফ নদীতে গোপনে অবস্থান গ্রহণ করে। এমন সময় বিজিবি’র টহলদল দমদমিয়া বিএসপি হতে আনুমানিক ২০০ মিটার উত্তরে ন্যাচারপার্ক বরাবর নাফ নদী দিয়ে ৪-৫ জন ব্যক্তিকে ২টি নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।টহলদল অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য অনতিবিলম্বে চ্যালেঞ্জ করলে তারা তৎক্ষণাৎ টহলদলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এমতাবস্থায় টহল বোট নিয়ে নিরাপদ ও কৌশলগত অবস্থান গ্রহণ করে টহলদলের কয়েকজন সদস্য সরকারী সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার স্বার্থে পাল্টা গুলি বর্ষণ করে। বিজিবি’র পাল্টা গুলিবর্ষণে ভীত হয়ে সামনের নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং পিছনে অবস্থিত ইঞ্জিন চালিত নৌকায় স্থানান্তরিত হয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া উল্লেখিত নৌকাটি তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তার ভিতর হতে ৬,৭৮,০০,০০০/- (ছয় কোটি আটাত্তর লক্ষ) টাকা মূল্যমানের ২,২৬,০০০ (দুই লক্ষ ছাব্বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।