ঢাকাWednesday , 28 October 2020
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী মাষ্টারের লাশ খয়েরহুদা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – JN7

NAYAN AHMMED
October 28, 2020 6:41 pm
Link Copied!

মোঃ মতিউল হক:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী মাষ্টার বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১১টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৮ পুত্র ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহজাহান আলী মাস্টার কর্মজীবনে উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকুরি করে কর্মজীবন শেষ করেন।

বুধবার বিকালে খয়েরহুদা গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অফ অর্নার প্রদান করে জীবননগর থানা পুলিশ।

মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নির্বাহি অফিসার এস এম মুনিম লিংকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের জীবননগর উপজেলা সভাপতিসহ আরও অনেকে।

মরহুম শাহজাহান আলী মাষ্টারের আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পুত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং মোহাম্মদ তরিকুল ইসলামসহ পরিবারের সদস্যবৃন্দ সকলের কাছে দোয়া চেয়েছেন।