ঢাকাThursday , 15 September 2022
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান, ৫৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এম.এ.আর.নয়ন
September 15, 2022 8:49 pm
Link Copied!

চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বারসহ মো. রকিবুল ইসলাম (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টার সময় জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নাস্তিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়৷ আটককৃত রকিবুল নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। এ ঘটনায় জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াকের সার্বিক দিকনির্দেশনায় বারাদী বিওপির হাবিলদার মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সীমান্ত পিলার ৭৯ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থান সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে চাইলে টহল দলটি তাকে থামতে বলে। কিন্তু সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করার পর মোটরসাইকেলটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে মোটরসাইকেলের এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভেতর থেকে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১১টি প্যাকেট হতে ছোট বড় মোট ৫৮টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লক্ষ ৩৫ হাজার ৭৪০ টাকা।