ঢাকাMonday , 6 September 2021
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক-১ | JN7

NAYAN AHMMED
September 6, 2021 9:23 pm
Link Copied!

জয় নিউজ সেভেন ।। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঝন্টু রহমান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি ঝন্টু রহমান কাশিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২টার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স কাশিপুর গ্রামে ঝন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম করাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্ট: এম.এ.আর.নয়ন।