ঢাকাFriday , 1 April 2022
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

মহেশপুরে ভুট্টা চাষিদের নিয়ে  মাঠ দিবস অনুষ্ঠিত

NAYAN AHMMED
April 1, 2022 6:42 pm
Link Copied!

আহসান হাবীব, মহেশপুর প্রতিনিধিঃ সোনালী দানার সেরা জাত যুবরাজ ভুট্টায় বাজিমাত এই প্রতিপাদ্য কে  সামনে নিয়ে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্দ্যগে গত কাল শুক্রবার বিকালে  মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের চাষি অহিদুল ইসলামের ভুট্টা খেতে একশত চাষিদের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।ব্র্যাক সিড এর মহেশপুরের  ডিলার খালেকুজ্জামান রাসেসল এর সভাপতিত্বে ও টেরিটরি অফিসার আল-আমীন এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডাক্ট ম্যানেজার ভুট্টা ব্র্যাক সিড এন্ড এগ্রো কৃষিবিদ জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রিজিওনাল সের্লস ম্যানেজার ব্র্যাক সিড।এছাড়াও আরও উপস্থিত ছিলেন পিডিএস অফিসার রহিদুল ইসলাম,টিএসও চুয়াডাঙ্গা মোজাহিদুল ইসলাম প্রমূখ।উল্লেখ্য ছাষি অহিদুল ইসলাম মাঠ দিবসে বলেন এবছরে টাকা লোন করে ব্র্যাক সিড এর ভুট্টা চাষ আমি বিঘা প্রতি জমি ৬১ মন ভুট্টা ফলন হয়ায় আমি বিশাল আনন্দিত।