ঢাকাSunday , 8 November 2020
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক আসামি আটক – JN7

NAYAN AHMMED
November 8, 2020 6:36 pm
Link Copied!

 

হৃদয় আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজাসহ একজন আসামি আটক হয়েছে। রবিবার (৮ই নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ (খ) শাখার সার্কেল এর উদ্যোগে সহকারী পরিচালক মোঃ গোলাক মজুমদার এর সার্বিক তও্বাবধানে ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা’র নেতৃত্বে অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ সেন্টু রঞ্জন নাথ ও সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং সার্কেল স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং একটি টিম নিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক জনকে হাতেনাতে আটক করে।

আটককৃত আসামি হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর থানার ভৈরবপুর উত্তরপাড়ার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে হিরা মিয়া (৬২)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা উপস্থিত স্বাক্ষী এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্টেট এর সমানে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।