ঢাকাWednesday , 22 December 2021
  1. অপরাধ-দূনীর্তি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি ও অর্থনীতি
  5. খেলাধুলা
  6. চিকিৎসা
  7. জাতীয়
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

সেনেরহুদা যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন, সেনেরহুদা চ্যাম্পিয়ন

NAYAN AHMMED
December 22, 2021 6:42 pm
Link Copied!

জয় নিউজ সেভেন ।। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার ফুটবল মাঠে সেনেরহুদা যুব সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলের নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার (২২শে ডিসেম্বর) বেলা ৩টার দিকে উক্ত খেলা শুরু হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফিউচার ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা ও সেনেরহুদা যুব সংঘ ফুটবল একাদশ। প্রথম ও দ্বিতীয়ার্ধ গোল শূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। আর ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেনেরহুদা যুব সংঘ ফুটবল একাদশ। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর। সহকারী রেফারি হিসেবে ছিলেন ইকরামুল হক নিপুণ ও রবিউল ইসলাম। খেলায় ধারাবিবরণী প্রদান করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক ধারাভাষ্যকার খুরশীদ আলম, সেনেরহুদা যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেনেরহুদা গ্রামের সন্তান মুবতাসিম ফুয়াদ ফাহিম। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সেনেরহুদা যুব সংঘ ফুটবল একাদশের অধিনায়ক নয়ন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকার চেক এবং ট্রফি তুলে দেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর। পুরো টুর্নামেন্ট ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে অনলাইন নিউজ পোর্টাল জয় নিউজ সেভেন। সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাংবাদিক এম.এইচ.সম্রাট। তাকে সার্বিক সহযোগিতা করেন রিপন৷ উল্লেখ্য, গত ৯ই অক্টোবর উথলী বাজার ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল ম্যাচসহ পুরো টুর্নামেন্ট উপভোগ করেন। সেনেরহুদা যুব সংঘের সদস্যদের সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করেন সংঘের সভাপতি আশরাফুল ইসলাম।

রিপোর্ট: এম.এ.আর.নয়ন/রাসেল হোসেন মুন্না।